পাবনায় এ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : পাবনায় এ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলার ফরিদপুর উপজেলার আল্লাহুআবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে এ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আল্লাহুআবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মতুর্জা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. জসিম উদ্দিন, ফরিদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমূখ।
প্রতিযোগীতায় ৬ প্রতিষ্ঠানে ১৮ টি ইভেন্টে ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।