পাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

পাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব  প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ (২০ মে) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ করা হয়। নোটিশে বলা হয় সংগঠন বিরোধী, গঠনতন্ত্র পরিপন্থ্রী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুন্ন এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক নুর উল্লাহ এর বিরুদ্ধে কেন পরিবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না সে বিষয়ে লিখিত ভাবে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সেলে জমা দিতে বলা হয়েছে।