পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব  প্রতিনিধি :  প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ছাত্রলীগের কর্মী নাজমুল ও প্রান্তর মধ্যে মোটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। সেই জেরে পরীক্ষা শেষ হওয়ার পর পৌনে ২টার দিকে দুই গ্রুপের সমর্থকরা বিশ্ববিদ্যালয়েের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।