পাবিপ্রবিতে সিওয়াইবির নেতৃত্বে মামুন-শুভ
পাবিপ্রবি প্রতিনিধি : ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে সভাপতি এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র উনত্রিশ (২৯) সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিরাজুল ইসলাম, আলমাছুর রহমান অয়ন, ফাহাদ বিন আকরাম, আশিকুজ্জামান রাব্বী, রঞ্জু মাহমুদ, সাব্বির হাসান জুয়েল, জহির রায়হান। যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার, মো. হাবিবুল্লাহ, আলফে সানী অর্ণব, সুবর্ণা আক্তার। সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। অর্থ সম্পাদক রেজোয়ান হৃদয়। দপ্তর সম্পাদক তন্ময় কুমার, উপ-দপ্তর সম্পাদক শাপলা আক্তার সাথী। প্রচার সম্পাদক তাসনিমুল হাসান সাইফ, উপ-প্রচার সম্পাদক মিমোসা সাহা। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাদিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু নাইম মোহাম্মদ সাকিব। পাঠাগার বিষয়ক সম্পদক ফারিয়া আক্তার মুন্নী, উপ-পাঠাগার বিষয়ক সম্পদক সানজিদা নাসরিন সজনী। ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা মেহেদী মলি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মায়া। প্রকাশনা সম্পাদক মো. রাশিক উদ্দীন। কর্মশালা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সিদ্দিক অর্জন। যোগাযোগ সম্পাদক এস এম মেহেদী হাসান জীম।
এছাড়াও সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামাল হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার তন্নী, গনিত বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা প্রভা, ইইই বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম, আইসিই বিভাগের প্রভাষক তরুন দেবনাথ, ইইসিই বিভাগের প্রভাষক ইমরান হোসাইন, সিএসই বিভাগের প্রভাষক নিতুন পোদ্দার।
নতুন সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, কনজিউমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) দীর্ঘদিন ধরে যুব সমাজকে নিয়ে ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমবারের মত কাজ শুরু করেছি। আশা করছি এ সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার আইন নিয়ে সচেতনতা তৈরী করতে পারবো।
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শুভ বলেন, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজিউমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) সারাদেশে ভেজাল বিরোধী প্রচারণা এবং ভোক্তা অধিকার রক্ষায় যেভাবে কাজ করছে সেটা প্রশংসার দাবিদার। পাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ভেজাল বিরোধী ক্যাম্পেইন, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের করে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই হবে আমাদের লক্ষ্য।
প্রসঙ্গত, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৪টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে। এছাড়া সংগঠনটি ২০২০ সালে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেন।