পাবনায় সাংবাদিক বাপ্পীর পিতার ইন্তেকাল

পাবনায় সাংবাদিক বাপ্পীর পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের সদস্য, জিটিভি, দৈনিক বাংলা ও নিউজবাংলার পাবনা জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পীর পিতা আব্দুস সামাদ খন্দকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আব্দুস সামাদ খন্দকার পাবনা পৌর সদরের শালগাড়িয়া কসাইপাড়া মহল্লার বাসিন্দা ও শহরের স্বনামধন্য ইলোরা টেইলার্সের স্বত্তাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

সাংবাদিক ইমরোজ খন্দকার বাপ্পী জানান, বুধবার বাদ মাগরিব শহরের চাঁপা মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, মরহুম আব্দুস সামাদ খন্দকারের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।