নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে একজন নিবেদিতপ্রাণ, অকুতোভয় ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর যোগ্য অভিভাবকত্বে দেশে চলমান শিক্ষাসহ সার্বিক উন্নয়নের ধারা নতুন মাত্রা পাবে। বহির্বিশ্বে মাতৃভূমির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাময় ও কর্ম অভিজ্ঞতায় দেশ ও জাতি ঋদ্ধ হবে। তিনি বাংলাদেশের জনমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিভূ হয়ে উঠবেন। উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনার সন্তান। যার জন্য আমরা বিশেষভাবে গর্বিত। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য।