জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন পাবনার মুহাম্মাদ আসাদুল্লাহ

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন পাবনার মুহাম্মাদ আসাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন পাবনার কৃতি সন্তান- কথা সাহিত্যিক, সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।

মুহাম্মাদ আসাদুল্লার বাড়ি পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে। তিনি কবি, উপন্যাসিক, গল্পকার ও সাংবাদিক হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত মুখ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে তার ক্ষুরধার লেখা আন্দোলকারীদের উৎসাহিত করেছে। তিনি নিজেও মিরপুর, সায়েন্সল্যাব, আগারগাঁও, শাহবাগ এলাকায় স্ব-শরীরে আন্দোলনে অংশ নিয়েছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী লেখালেখি ও অ্যাক্টিভিতে যুক্ত ছিলেন।

এ বিষয়ে পাবনার কৃতি সন্তান মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “শৈশব থেকেই রাজনীতি সচেতন ছিলাম। ফলে প্রতিটি দল ও জাতীয় ব্যক্তিবর্গের রাজনৈতিক পদক্ষেপ লক্ষ্য করতাম। কে ভুল করছে, কে ভালো করছে এসব বিশ্লেষণ করতাম নিজের সাথেই। তাই বলে কখনো জাতীয় রাজনীতিতে যুক্ত হবো এমন চিন্তা ছিল না।”

আসাদ আরও বলেন, ‘আগস্ট আমাদের মনোজগত তছনছ করে দিয়েছে। চোখের সামনে এমন সব ঘটনা দেখেছি যা কল্পনাও করিনি। আন্দোলনের সঙ্গে জড়িয়ে যেতে যেতে, আবার যেন কেউ দেশের ঘাড়ে চেপে বসতে না পারে সেই দায় অনুভব করতে শুরু করি। গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন দায় ও দরদের রাজনীতি করতে এনসিপি আত্মপ্রকাশ করল, তখন থেকেই মনে হচ্ছিল চিন্তাশীল, শিক্ষিত তারুণদের এখনই এগিয়ে আসতে হবে। না হলে আমার পরবর্তী প্রজন্মের কাছে আবার অরক্ষিত বাংলাদেশ রেখে যেতে হবে। প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করতেই আমার রাজনীতিতে আসা।’

লেখক, সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ আরও বলেন, “তরুণ যুবকদের হাত ধরেই সবসময় নতুন যাত্রা শুরু হয়েছে। পৃথিবী যতবার বাঁক বদলেছে ততবারই তরুণদের ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে। আমি কেবল সেই দায়িত্বটা পালন করে যেতে চাই। সেই সঙ্গে পাবনাবাসীর প্রতি আমার পাশে থাকার আহ্বান ও দোয়া চাই।”

মুহাম্মাদ আসাদুল্লাহ গত ১৫ বছর ধরে জাতীয় পত্রিকায় লেখালেখির পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস লিখছেন দু’হাতে। তার লেখা ৭টি বই প্রকাশিত হয়েছে।

গত ১৬ মে রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেও আয়োজ ও উপস্থাপকের দায়িত্ব পালন করেন মুহাম্মাদ আসাদুল্লাহ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব এবং মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

১৩৪ সদস্যের এই কমিটিতে আরও আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), নাহিদা বুশরা, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক হিসেবে খালেদ মাহমুদ মুস্তাফা ও সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটির যুগ্ম আহ্বায়ক পদে প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, মো. গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আইশা আহমেদ, হিফজুর রহমান বকুল, মো. মারুফ আল হামিদ, মুহাম্মাদ আসাদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব পদে নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, মো. ইনজামুল হক, শাওন মাহফুজ, মো. লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান (সুফিয়ান রায়হান), আসাদুর রহমান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ প্রমুখ। এছাড়াও ১০৩ জনকে সংগঠকের পদ দেওয়া হয়েছে।

যুবশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক তারিকুল ইসলাম। এতে বলা হয়, যুবশক্তি জুলাই গণ-অভ্যুত্থানেরই ধারাবাহিকতা। যুবশক্তির প্রধান দাবি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র।