রূপপুর পারমাণবিক প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে শহরের আলো জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিভাইনা ইউলিয়া (৩২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশীদের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনে রুশ এনারগাতন কোম্পানির কনসার্ন হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেটের পীড়া নিয়ে চিকিৎসা নিতে রুশ নাগরিক ইউলিয়া মঙ্গলবার (২৫ জুলাই) শহরের আলো জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্মরত চিকিৎসক সুস্থতার জন্য ভর্তি করেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। বুধবার সকালে ইউলিয়া পেটের পীড়া নিয়ে বাথরুমে যান। কিন্তু বাথরুম থেকে ফিরতে দেরি দেখে হাসপাতালের এক সেবিকা দরজায় নক করে কোন সাঁড়াশব্দ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ এসে টয়লেটের দরজা ভেঙ্গে ইউলিয়াকে মেঝেতে পরে থাকতে দেখেন। পরে শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঈশ্বরদী থানায় খবর দেন।

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমি দুইদিনের ছুটিতে ঢাকায় ছিলাম। মাত্র পাবনায় আসছি। আমাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অসুস্থতার জন্য ঈশ্বরদীর একটি ক্লিনিকে ভর্তি ছিল। শারিরীক অবস্থার অবনতি হলে শিফট করার আগেই মারা গেছেন। প্রকল্পের নিয়মনীতি অনুযায়ী আইনগতভাবে মরদেহ হস্তান্তর হবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে সকালের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দূতাবাসের মাধ্যমে তাদের স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।