ময়মনসিংহে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : তথ্য অধিকার আইন-২০০৯-এর প্রয়োগে গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক এবং সক্রিয় অংশগ্রহণ তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিতকরণের লক্ষ্যে আজ ১৯ জুলাই, ২০২৩ ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ‘তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগের মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ ।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), ফ্রিডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডোম বাংলাদেশ (এফএনএফ বাংলাদেশ)-এর সহায়তায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মোট ৩৫জন জাতীয় ও আঞ্চলিক/স্থানীয় পর্যায়ের দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেল ও জেলা প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার অফিসার, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র সদস্য, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করেন বিএনএনআরসি’র নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএনএফ বাংলাদেশের সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. নাজমুল হোসেন। তিনি সংস্থার প্রেক্ষিত এবং কার্যক্রম উপস্থাপন করেন এবং বলেন, তথ্যের প্রবেশাধিকার সকল নাগরিকের অধিকার। এই প্রবেশাধিকারের মাধ্যমে তথ্য ভান্ডার উন্মুক্ত হয়, রাষ্ট্রের প্রশাসনিক কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত হয়।

এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার জনাব ওমর মোস্তাফিজ বলেন স্বচ্ছতার মাধ্যমে সুশাসন টেকসই হয়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য নিয়ে মূলত সাংবাদিকরাই বেশি কাজ করেন। তথ্যে প্রবেশাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে গণমাধ্যম কর্মী ও সকল শ্রেণী-পেশার মানুষের জানার পরিধি আরো বেড়ে যাবে, এতে রাষ্ট্রের সুশাসন আরো দৃঢ় হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব শাহাদাৎ হোসেন, সহকারী পরিচালক ও প্রধান তথ্য তথ্য কমিশনারের একান্ত সচিব, তথ্য কমিশন বাংলাদেশ। তিনি তথ্য অথিকার আইন-২০০৯ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারনা যাচাই (প্রি-টেস্ট)-এর মাধ্যমে প্রশিক্ষণের সেশন শুরু করেন। এরপর তিনি তথ্য এবং তথ্য অধিকারের সংজ্ঞা, তথ্য অধিকারের গুরুত্ব , তথ্য প্রবেশে সুবিধা, তথ্য অধিকার আইন ২০০৯: পটভূমি এবং মৌলিক সমস্যা,তথ্য অধিকার আইন ২০০৯ এর মূল বৈশিষ্ট্য, তথ্য অধিকারের আইনগত ভিত্তি এবং পদ্ধতি, তথ্য অধিকার আইনের ব্যবহারিক নির্দেশিকা, তথ্য খোঁজা এবং প্রাপ্তির প্রক্রিয়া / পদক্ষেপ ইত্যাদি সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করেন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রশিক্ষণার্থীদের দিয়ে তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণ করার মাধ্যমে প্রশিক্ষণের দ্বিতীয় সেশনে শুরু হয়। এরপর আপিল এবং অভিযোগ-এর নিয়ামাবলী, তথ্য অধিকার আইন ২০০৯-এর কার্যক্রম: অভিযোগ এবং নিষ্পত্তি, তথ্য পাওয়ার অধিকার, তথ্য অবমুক্তকরণ, তথ্য অধিকারের চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা এবং তথ্য অধিকার এবং সুশাসনের মধ্যে সম্পর্ক বিস্তারিত ভাবে আলোচনা করেন। আলোচনা পরবর্তী তিনি পোস্ট-টেস্ট-এর মাধ্যমে আবার অংশগ্রহণকারীদের ধারনা যাচাই করেন। পরবর্তীতে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আশা করা হচ্ছে প্রশিক্ষণটি গ্রহণ করার মাধ্যমে অংশগ্রহণকারীগণ তথ্য অধিকার আইন প্রয়োগে উৎসাহিত হবেন, সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠানসমূহ স্ব-প্রণোদিত হয়ে তথ্য প্রদানে সচেষ্ট হবে এবং তথ্য প্রদানকারী ও তথ্যগ্রহণকারী উভয় পক্ষের মধ্যে একটি যোগসূত্র গড়ে উঠবে।

উল্লেখ্য বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্ম প্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত। এটি জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং সংস্থাটি তথ্য সমাজ বিনির্মাণে অবদানের জন্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি জাতিসংঘের পুরস্কার-২০১৬ এর বিজয়ী এবং ২০১৭ এবং ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২৩- এর চ্যাম্পিয়ন ।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট-এর ভূমিকায় দেশীয় আঞ্চলিক, ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর তথ্য অধিকার, সুশাসন এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু বিবেচনায় রেখে গণমাধ্যমের উন্নয়ন।

Training on the implementation of the Right to Information Act 2009 was held in Mymensingh

A day-long training on ‘Improving the quality of life of the population through the implementation of the Right to Information Act 2009’ was held today July 19, 2023, in Mymensingh with the aim of accelerating the process of empowerment of rural communities through the implementation of the Right to Information Act-2009.

Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC), organized with the support of Friedrich Neumann Foundation for Freedom Bangladesh (FNF Bangladesh), a total of 35 national and regional/local level daily newspapers, online news portals and television channels and district press club representatives, district information officer, district primary education officer, upazila youth development officer, child affairs officer, district cultural officer, anti-corruption committee member, teacher, cultural worker, lawyer, college, university students of the school and representatives of civil society organizations participated.
At the beginning of the program, BNNRC executive officer AHM Bazlur Rahman discussed the objectives and goals of the training after greeting everyone. The country representative of FNF Bangladesh Dr. Najmul Hossain was present as the chief guest in the training and discussed the FNF Bangladesh activities. Mr. Omar Mostafiz, Programme Manager, FNF Bangladesh said that access to information is the right of all citizens. This access opens up the repository of information, ensuring accountability of the administrative activities of the state. Good governance is sustained through this transparency. He told the trainees that mainly journalists work more with information. Through the training workshop on access to information, the scope of knowledge of media workers and people of all classes will increase, thereby the good governance of the state will be strengthened.
The training was conducted by Mr. Shahadat Hossain, Assistant Director and Private Secretary to Chief Information Commissioner, Information Commission Bangladesh. He started the training session by checking (pre-test) the understanding of the participants about the Data Protection Act-2009. He then discusses the definition of Information and the Right to Information, the Importance of the Right to Information, Facilitation of Access to Information, Right to Information Act 2009: Background and Fundamental Issues, Salient Features of the Right to Information Act 2009, Legal Basis and Procedures of Right to Information Act, Practical Guidelines of Right to Information Act, Process / Steps for Seeking and Obtaining Information etc. After the lunch break, the second session of the training started with the trainees filling up the data collection form. He then discussed in detail the rules of appeals and complaints, the operation of the Right to Information Act 2009: Complaints and Redressal, Right to Information, Disclosure of Information, Challenges and Limitations of Right to Information and the relationship between Right to Information and Good Governance. After the discussion, he again checked the ideas of the participants through a post-test. Later, the training was concluded with an open question-and-answer session and closing remarks.

It is hoped that by taking the training, the participants will be encouraged to apply the Right to Information Act, the concerned local institutions will be self-motivated to provide information and a link will be developed between the parties providing the information and receiving the information.

It should be noted that BNNRC is a Media Development Organization that came into being in 2000 and is registered with the Bureau of NGO Affairs under the Office of the Honorable Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh. It is a special consultative organization of the United Nations Economic and Social Council and the organization is the winner of the World Summit on Information Society United Nations Award-2016 and the champion of 2017 and 2019, 2020, 2021 and 2023 for its contribution to building the information society.
BNNRC plays a role in knowledge-driven media development at national, regional, and international levels. BNNRC’s endeavors are to develop media based on knowledge and ongoing issues, taking into account the challenges and opportunities of the rapidly changing reality of media in Bangladesh with the aim of ensuring information rights, good governance and human rights of the people living in rural areas.