ভাঙ্গুড়ায় শিশু ধর্ষণ
নিজস্ব প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাজাহান আলী (৫৫) নামে এক দিনমজুরকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) সকালে ভাঙ্গুড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আটক শাজাহান শহরের সরদারপাড়া মহল্লার ওয়াপদা বাঁধপাড়ার বাসিন্দা।
অভিযোগে জানা যায়, পৌর শহরের কিন্ডারগার্টেনে পড়ুয়া ওই শিশু সকাল সাড়ে ছয়টার দিকে কলম কিনতে বাড়ি থেকে বাসস্ট্যান্ডের একটি দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে লম্পট শাজাহান ওই শিশুকে ফুসলিয়ে রেলব্রিজের নিচে নিয়ে যায়।
এ সময় পথচারীরা শাজাহানের আচরণ সন্দেহজনক মনে হলে ব্রিজের নিচে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে এবং শাজাহানকে মারপিট দিয়ে আটকে রাখে। তবে সুযোগ বুঝে শাজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাজাহানকে আটক করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আটক শাজাহানকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।