ধুমপান ছেড়ে বই ধরো, মাদক ছেড়ে বই ধরো- কালের কণ্ঠ শুভসংঘ স্টল পরিদর্শন কালে ডেপুটি স্পীকার

ধুমপান ছেড়ে বই ধরো, মাদক ছেড়ে বই ধরো- কালের কণ্ঠ শুভসংঘ স্টল পরিদর্শন কালে ডেপুটি স্পীকার

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন ধুমপান ছেড়ে বই ধরো, মাদক ছেড়ে বই ধরো।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মাস ব্যপী বই মেলায় কালের কণ্ঠ শুভসংঘের স্টল পরিদর্শনকালে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন ধুমপান ছেড়ে বই ধরো, মাদক ছেড়ে বই ধরো, বই পড়ার কোন বিকল্প নাই । এসময় কালের কণ্ঠ শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি তার হতে কিছু বই উপহার হিসেবে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের সদর উপজেলা শাখার উপদেষ্টা শরিফ প্রধান, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আলী আকবর রাজ, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কণ্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পাবনা জেলা শাখার সহ-সভাপতি বাবলা ওয়াজেদ,যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব আহমেদ রিটন, সাংস্কৃতিক সম্পাদক মারুফ সরদার উপজেলা শাখা, কার্যনির্বাহী সদস্য আর কে আকাশ, কালের কণ্ঠ শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি কামরুন নাহান লুনা, সদর উপজেলা কমিটির সমাজ সেবা সম্পাদক এ,কে আজাদ, কালের কণ্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা মনজেদ আলী , কালের কণ্ঠ শুভসংঘের পাবনা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌসী এরোমা প্রমূখ ।