তুমিও কি বিদ্যুৎ! আরিফ আহমেদ সিদ্দিকী

তুমিও কি বিদ্যুৎ! আরিফ আহমেদ সিদ্দিকী

তুমিও কি বিদ্যুৎ!
আরিফ আহমেদ সিদ্দিকী

এক সময় নিয়মিত যোগাযোগ ছিল
কথা হতো, দেখা হতো, কত-শত আলাপ
ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর এসএমএস
সব সময় ব্যস্ততায় ছিলাম দুজনে দুজনকে নিয়ে।

ইদানিং লক্ষ্য করছি তুমি বিদ্যুৎ হয়ে গেছো
নাহ, তার চেয়ে বেশি হিংস্র হয়ে পড়েছো
ঘরির কাটায় নির্দিষ্ট করে বিদ্যুৎ আসা যাওয়া করছে
আর তুমি নির্বিকার হয়ে আছো।

আমার ভাবনায় কিন্তু রোজরোজ তুমি আছো
আমার চিন্তায় কিন্তু সব সময় তুমিই বিরাজ করো
অথচ দেখো এখন যেমন বিদ্যুৎ ভেলকিবাজি করছে
তোমার কাছ থেকে সেই শিক্ষা নিয়েছে কি?

আধা ঘন্টা থাকলেও আড়াইঘন্টা নেই তাতে কি
সহে গেছে দাবদাহে অতিষ্ঠ সময়ে চলতে চলতে
কেবল তুমি বদলালে না, রয়ে গেছো সেকেলে ধাচে
এখনো আমি আছি তোমার জন্য পথচেয়ে।

এ মেঘ যেমন কেটে যায় দূরে চলে যায়, বদলায়
বিদ্যুৎ তেমনই যাওয়া আসায় এক সময় থমকে যায়
তাদের দেখেও শেখা যায় ধৈর্য আর চাওয়া পাওয়ায়
তুমি বদলাবে বদলাতে হবে কেবল সময়ের অপেক্ষা।