আমি সুখে… ভীষণ সুখে…কাজী মাহমুদুর রহমান
আমি সুখে… ভীষণ সুখে…
সুখে হাসতে হাসতে, নাচতে নাচতে সুখের নরম শয্যায় ঘুমুতে ঘুমুতে, সুখের লাল আপেল, ডাঁসা পেয়ারা চিবুতে চিবুতে আমি বড্ডো ক্লান্ত। বরোই, তেঁতুলের চাটনি চাটতে চাটতে আমার জিভ এখন খসখসে, করলার মতো তেঁতো, বিস্বাদ…
এখন আমি একটু দু:খ চাই।এক পেয়ালা নীল দু:খ।
দু:খ, কষ্ট ফেরি করার কবি ফেরিওয়ালা হেলাল হাফিজকে খুঁজলাম। দু:খ-কষ্ট বেচা বিক্রি শেষ করে সে এখন সুখের বাগানে আত্মগোপনে।
অন্য কেউ কি আছে আমাকে দু:খ দেবার ?
আমাকে চিরতে ফাঁড়তে আছে কি করাত, হাঁতুড়ি, শাবল, কোদাল ?
ধিকিধিকি জ্বলা তুষের আগুন ?
না, ও সবে কিচ্ছু হবে না।
আমি চাই সর্বগ্রাসী অন্য রকম দু:খমরণ।
আমার সর্বাংগে খড়কুটো, শেকড় -বাকড়, দু:খের যতো শুকনো ডালপালা, লতা পাতায় আমাকে মুড়ে দাও, তোমার দু ঠোঁটের চকমকি পাথর ঠুকরে আগুন জ্বালাও…. পোড়াও…
ক্ষুধার্ত বাঘিনীর মতো তোমার ধারালো জিহ্বা, দাঁত, বাঘনখ দিয়ে আমার হাড়, মাংস চিবিয়ে খাও প্রবল আক্রোশে….
আমি ওই দু:খ, ওই যন্ত্রণা পেতে পেতে পরম সুখে মরতে চাই…!!