সাহিত্য ও সংস্কৃতি
স্বাধীনতা পেয়েছি – আরিফ আহমেদ সিদ্দিকী
স্বাধীনতা পেয়েছি
আরিফ আহমেদ সিদ্দিকী
স্বাধীনতা পেয়েছি
কেবলই মাকে মা বলে ডাকার, বাবাকে বাবা
স্বাধীনতা পেয়েছি
একখন্ড জমিনে মাথা গোজার ঠাঁই।
স্বাধীনতা পেয়েছি
শারীরিক সক্ষমতায় চলতে ফিরতে
স্বাধীনতা পেয়েছি
উর্ধ্বমূল্যের পণ্য ক্রয়ে, সেবা ক্রয়ের।
স্বাধীনতা পেয়েছি
অর্থ দিয়ে সকল প্রয়োজন মেটাতে
স্বাধীনতা পেয়েছি
সত্যকে সত্য না বলে নীরব থাকা, চেপে যাওয়ার।
স্বাধীনতা পেয়েছি
অর্থ দিয়ে সকল প্রয়োজন মেটাতে
স্বাধীনতা পেয়েছি
বৃটিশ, পাকিস্তানিদের মতো বৈষম্য আচরণের!