সাহিত্য ও সংস্কৃতি
আপাত অনায়াস যদিও/ কাজী আতীক
আপাত অনায়াস যদিও/
কাজী আতীক।
আত্মশ্লাঘার অনুরূপ অভিব্যক্তি ভঙ্গিমায়
সে বসেছিলো আপাত অনায়াসে
অথচ বিষণ্ণ ছুঁয়েছিলো তার গ্রীবার সৌকর্য,
যদিও অধরে উদ্ভাস আকর্ণ রেখেছিলো ধরে
তবে হাসিও কখনো যেমন কান্নার অভিরূপ
তার কাঁদ অসহায় ঝুঁকেছিলো বিপন্ন বোধে,
যেনো হৃদয়ে প্রোথিত তার অপ্রাপ্তির দাবদাহ,
হয়তো অনুভব গভীরে কেউ আরাধ্য আজো।
(নিউ ইয়র্ক, ১৫ জুলাই ২০২০)