“প্রত্যাশা” //খান আনোয়ার হোসেন//

“প্রত্যাশা” //খান আনোয়ার হোসেন//

“প্রত্যাশা”
//খান আনোয়ার হোসেন//

না পাওয়ার গ্লানি রক্ত দিয়ে আঁকি
সোনালী রোদ, শিশিরের কনা
আমাদের পাওয়া না পাওয়ার হিসাব মিলে না
হয়তো এত চাওয়ার ছিল না
হয়তো ঈশ্বরের কৃপার অভাব
আর এদিকে বেড়ে যায় সৌখিন কবির অভিমান।

জীবন এক অলীক স্বপ্ন
নাহলে বাবার ঘামে ভেজা গামছা
প্রিয় মায়ের ধূমগন্ধা আঁচল
শুভ্র বকের ন্যায় সেই সকল আশা
নিভৃত রজনীর ধ্যানের মগ্নতা
ভোর হয় অতৃপ্তির মোড়ানো বিছানায়।

শেষ হয়নি এখনো, মানুষ বাঁচে কিছুটা স্বপ্নে ও আশায়
যে ফল এখনো ধরেনি, তবুও আমাদের মুখে আছে সেই স্বাদ।