অতিষ্ঠ হালচাল/ কাজী আতীক

অতিষ্ঠ হালচাল/ কাজী আতীক

অতিষ্ঠ হালচাল/
কাজী আতীক।

অভিমান থেকে উৎসারিত ক্ষোভ যদিও মাত্রা ছাড়ায়-
সময়টা শুধু অস্থির মনে হয়, অনিদ্রার রাতগুলো যেমন,
যেনো এক উল্টো বাতাস বইতে থাকে কেবল।

তবে হীনমন্যতা থেকে উৎসারিত ক্ষোভ- ক্লেদাক্ত হয়
যেনো এক অতিষ্ঠ হালচাল, হয় বিভ্রান্ত পরিপার্শ্বিক।

নগণ্যের দম্ভোক্তি আর বরেণ্যের মিথ্যাচারে
বেহাল পৃথিবীর তথ্য ও তত্ত্বের উপাত্ত ভাণ্ডার,
কোথাও কোনো সঠিক সংগ্রহ নেই, কেবলই বিভ্রম।

যে শিশুটি বেড়ে উঠছে অনুসন্ধিৎসু নির্দোষ অভিমানে-
কিভাবে জানবে তবে সে? কিছুই অবিনশ্বর নয় এখানে।

(নিউ ইয়র্ক, ৮ মার্চ ‘২০২৩)