সাহিত্য ও সংস্কৃতি
পুনরাবর্তন বিভ্রম/ কাজী আতীক

পুনরাবর্তন বিভ্রম
কাজী আতীক
জলের উপর জল গড়িয়ে ঢেউ খেলে অবিরাম,
একের পর এক ঢেউ যখোন আঁচড়ে পড়ে সৈকতে, যে জলে
ঢেউ খেলে, সেই একই জল একই ঢেউ কখনো কি ফিরে আসে?
জানি সত্তর হাজার ফিরিস্তা আসেন প্রতিদিন কাবাঘর তওয়াফে
একই দল কেবল একবারই সুযোগ পাবেন পৃথিবীর স্থায়িত্বকালে।
বস্তুত বিকেলের সূর্যটাকে ইদানীং খুব এক শত্রুর মতো মনে হয়
কেনোনা গোধূলি লগ্ন আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়
সূর্যের যেমন আমারও কখনো দ্বিপ্রহর দুরন্ত এক যৌবন ছিলো,
অস্তগামী সূর্যের মতো কখনো অন্তরাল প্রান্ত বদলে যাবো আমিও
তবে সূর্যটা ফিরে আসবে আবারও আগামী ভোরে
আর আমি? ডিপোর্টেশন একমুখী টিকিটে, স্থায়ী বন্দোবস্ত।
(নিউ ইয়র্ক, ১৮ জানুয়ারি ২০২৩)