কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি : পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে পাবনা শিল্পকলা একাডেমীতে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ফারিস্তা করিমের উপাস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্টানে পাবনার স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।