রূপপুর এনপিপির জন্য যন্ত্রপাতি নিয়ে এলো আরেকটি জাহাজ
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রুশ যন্তপাতি নিয়ে আরো একটি জাহাজ মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে । এমভি অপরাজিতা জাহাজটি প্রায় বারশো টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে।
চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এই চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছবে । উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে দুটি জাহাজ ২,৭০০ টনের অধিক যন্ত্রপাতি মংলা বন্দরে ডেলিভারি করে।
এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, ” এ সকল জন্রপাতিসহ অন্যান্য মালামাল পৌছার কারণে উন্মুক্ত অবস্থায় প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিং-এর জন্য প্রয়োজনীয় প্রস্ততি স¤পন্ন করা সম্ভব হবে। ”
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।