৫ শতাধিক আইটেমের সমাহার নিউইয়র্কে জমজম প্রোডাক্টস-এর উদ্বোধন

৫ শতাধিক আইটেমের সমাহার নিউইয়র্কে জমজম প্রোডাক্টস-এর উদ্বোধন

নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্ক সিটির ম্যাসপ্যাথে উদ্বোধন হলো জমজম প্রোডাক্টস-এর হোলসেল স্টোর। এ উপলক্ষ্যে ৫৬-৩৫ রাস্ট স্ট্রীট ঠিকানায় বিশালাকারের এই স্টোরে সুধি সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ এপ্রিল শুক্রবার বাদ জুমা স্টোরটিতে আয়োজিত সমাবেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা অংশ নেন এবং ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন। খবর ইউএনএ’র।

ব্যতিক্রমী এই আয়োজনে ছিলো কোন বক্তব্য পর্ব। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করানো হয়। স্টোরটির স্বত্তাধিকারী মোহাম্মদ ইয়াকুব এই স্টোরে ৫ শতাধিক আইটেম সুলভমূল্যে পাওয়া যাবে। তিনি জানান, সকল প্রকার টাকটকা ফলমুল, মাছ ছাড়াও চাল পাওয়া যাবে এই স্টোরে। স্টোরটি সপ্তাহের ৭ দিনই সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। ইতিমধ্যেই নিউইয়র্কের বড় বড় সুপার মার্কেট ছাড়াও বাফেলো সিটির গ্রোসারী ব্যবসায়ীরা জমজমাট প্রোডাক্টস-এর সামগ্রী ক্রয় করছেন বলে ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে মোহাম্মদ ইয়াকুব জানান। বলেন, কানাডার পিয়াজ-এর এজেন্টের মধ্য দিয়ে তার হোলসেল ব্যবসা শুরু। তিনি বলেন, নিউইয়র্ক ছাড়াও অন্যান্য ষ্টেটের গ্রোসারী ব্যবসায়ীরা চাইলে তাদেরকেও প্রয়োজনীয় মতো গ্রোসারী মালামাল সরবরাহ করার ব্যবস্থা রয়েছে।