পাবনায় শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

পাবনায় শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

পাবনা প্রতিনিধি: পাবনায় শ্রদ্ধা ভালোবাসা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে ।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে শেখ জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটি।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কার্যকারী সদস্য আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম পলাশ, এডভোকেট রিজভী শাওন, আরিফুল ইসলাম,ইমরোজ খন্দকার বাপ্পি ,জেসমিনা আরা,রেজাউল করিম, রাসেল,পিয়াস প্রমুখ।