হ্যান্ডকাপসহ পুলিশের গাড়ি থেকে যেভাবে পালিয়ে গেল চোর

হ্যান্ডকাপসহ পুলিশের গাড়ি থেকে যেভাবে পালিয়ে গেল চোর

নিজস্ব প্রতিনিধি : চুরির দায়ে আটক এক যুবক পুলিশের গাড়ি থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে হ্যান্ডকাপ নিয়ে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দাবি করেছে পুলিশ।

ওই যুবক বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাঁধ এলাকার আয়ুব আলীর ছেলে সানোয়ার হোসেন (২২)। সানোয়ার এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারাবির নামাজের সময় নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকুপের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার তার এক সহযোগীসহ জনতার হাতে ধরা পড়েন। লোকজন সানোয়ার ও তার সহযোগী শান্ত হোসেনকে (২০) আটক করে বেড়া মডেল থানায় খবর দেন।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। স্থানীয় কিছু লোক তদ্বির করে শান্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এ সময় পুলিশ সানোয়ারকে হ্যান্ডকাপ পরিয়ে ভ্যানে ওঠায়। রাত ১০টার দিকে পুলিশের গাড়ি থেকে ওই যুবক কৌশলে পালিয়ে যায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন জানান, আটক যুবক হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়েছেন। তাকে ধরার জন্য চেষ্টা চলছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পালিয়ে যাওয়া যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে।