পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস

পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা  দিবস

নিজস্ব  প্রতিনিধি : “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অর্ন্তভুক্তমুলক বিশ্ব গঠন” প্রতিপাদ্যে পাবনা উদযাপিত হয়েছে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩।

রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অটিজম আক্রান্তরা সমাজের অংশ। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এটি নিয়ে দীর্ঘদিন কাজ করছে। সরকার এটি নিরসনে নানা কর্মসুচী গ্রহন করেছে। এসডিজি বাস্তবায়নে অটিজম সমস্যা নিয়স্ত্রনে অগ্রধিকার নিয়ে কাজ করতে হবে।

সামাজিকভাবে জনসচেতসতা বাড়াতে হবে। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত সিভিল সার্জন ডা. খায়রুল বাশার, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান , বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা ফারজানা তাজ, আসিয়াব পরিচালক আব্দুস সামাদ, প্রধান শিক্ষক রাশিদা আকতার রীপা, পিএসএস অটিজম প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান রতন, প্রবেশন কর্মকর্তা পাল্লব ইবনে শায়খ প্রমূখ।