পাবনায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা’র যৌথ আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফার্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় বিশ^ পানি দিবস-২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৯ মার্চ বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব গলির দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য ছিল “পানির সংকট সমাধানে পরিবর্তন তরান্বিত করি, জনমানুষের জীবিকা ও পরিবেশের নিরাপত্তা গড়ি”।
বিশ^ পানি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম এর সভাপতিত্বে পানি দিবসে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. সাইফুর রহমান ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব। মুল প্রবন্ধ তুলে ধরেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি পাবনার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।
এ সময় আরও বক্তব্য দেন শহীদ এম মনসুর আলী কলেজ পাবনার ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, রিভারাইন পিপল পাবনা জেলা কমিটির সভাপতি ড. মনছুর আলম, কৃষিবিদ জাফর সাদেক, এফবিসিসিআই কো-চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ ফারুক, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিঞা রাজু, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা কমিটির যুগ-সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আইএনএস এর প্রধান সম্পাদক হাসান আলী, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান খোকন, বাংলাদেশ কালচারাল সোসাইটি’র প্রেসিডিয়াম সদস্য বেগম ফিরোজা খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র পাবনা জেলা নেটওয়ার্ক সদস্য জেবুন্নেছা ববিন, আদর্শ গার্লস হাই স্কুলের (অব.) প্রধান শিক্ষক আমানউল্লাহ খান, মহিমচন্দ্র জুবলী বালিকা উচ্চ বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।