পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ২১ মার্চ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা রকামাল খান।
তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মুশফিকুর রহমান, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, ড. মো. রাহিদুল ইসলাম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা শাহান শাহসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও নিরাপত্তা কর্মকর্তা শেখ শাহ্ জামাল।
ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয় ১৮ মার্চ সকাল দশটায়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ১০০ মি. ২০০মি. ৪০০ মি. ও ৪ জনের গ্রুপে রিলে দৌঁড়, চাকতি, বর্শা ও গোলক নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ১০০ মি. হার্ডেলস ও ১০০ মি. সাঁতার, বাজনা থামলে বালিশ কোথায়, হাড়ি ভাঙ্গ, শিশুদের দেীঁড় প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।