পাবনায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পাবনায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় পাবনায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (২০ মার্চ) জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি কোরআন ও হাদিসের উদ্বৃতি দিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে এবং সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা থেকে দূরে থাকতে সবার প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।