পাবনায় তিন লাখ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ এক জন গ্রেফতার
পাবনা প্রতিনিধি : র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ সেতু এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার করেছে। এঘটনায় একজনকে আটক করেছে র্যাব। আটককৃত রাব্বি (১৯) রাজশাহীর গোদাগাড়ী মাদারপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১২ পাবনা ক্যাম্পের স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র (এএসপি) কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ সেতুর পূর্ব পাশে গোল চত্তর এলাকায় অবস্থান নেয়।
এসময় কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকে তল্লাশী চালিয়ে তিন লাখ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ রাব্বিকে আটক করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর ওই মামলায় রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে ঈশ্বরদী থানা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। র্যাব আরো জানায়, আটককৃত রাব্বি দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।