পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (১৭মার্চ) সূর্যদয়ের সাথেসাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো: শাহ আলম এর নেত্রীত্বে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠানেও জেলাপরিষদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে অধ্যক্ষের সভাপতিত্বে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম,ফারহানা খালেদ,মীর মো আবু জাফর প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আহবায়ক ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ইন্সট্রাক্টর মো: আলী আকবর মিঞা । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত জুলকার নাইম ও দোয়া পরিচালনা করেন আব্দুর রাজ্জাক ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর লিপি রানী সরকার,ইন্সট্রাক্টর শাহানারা খন্দকার,নজরুল ইসলাম, হাসানুজ্জামান, জান্নাতুল ফেরদৌস, ফারহানা খালেদ,জুয়েল, বাবু, মাজহার তুহিন , আতাউর রহমান,জুনিয়র ইন্সট্রাক্টর, আমিনুল ইসলাম , কামরুজ্জামান, এরশাদুর রহমান, ফাহমিদা পারভিন,কাফ ইন্সট্রাক্টর আব্দুল কুদ্দুস, টিআর আলামিন সজিব,রেজাউল হক , খন্ডকালীন শিক্ষক নিয়ামুল হক সুরুজ, লাইব্রেরিয়ান সেলিম হোসেন , স্টোর কিপার ময়না খাতুন সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।