সাহিত্য ও সংস্কৃতি
ঘ্রাণসাঁতার – মুহম্মদ নূরুল হুদা
ঘ্রাণসাঁতার
মুনূহু
পাখি
হতে
পারি
মুহূর্তেই,
মুহূর্তেই মাছ;
একজীবনেই
অনঙ্গবার
বীজাঙ্কুরের গাছ;
তোমার
আদলে
আমার সুরত
বদলায় শুধু ঘ্রাণ;
অক্ষে অক্ষে
বক্ষে বক্ষে
সাঁতরায়
আদিপ্রাণ।