জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন পাবনা বই মেলায় আসছেন

জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন পাবনা বই মেলায় আসছেন

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার ইস্ট-ওয়েস্ট মিডিয়ার পরিচালক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও দুই বাংলার সমান জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন পাবনা বই মেলায় আসছেন। দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক পাবনা বই মেলায় আসছে এমন খবর ছড়িয়ে পড়ায় পাবনা জেলায় সংস্কৃতিমনা ও বইপ্রেমি মানুষ ও তাঁর ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে, কখন আসবেন তাঁদের প্রিয় লেখক।

পাবনা জেলা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান ইমদাদুল হক মিলন স্যার ২৬ ফেব্রুয়ারি দুপুরে পোঁছবেন ,পাবনায় অবস্থান করবেন ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ।

প্রথম দিন পাবনা বই মেলায়, একুশে বই মেলা উদযাপন পরিষদের গুণিজনের আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

এছাড়া পাবনা বই মেলায় কালের কন্ঠ শুভসংঘের স্টলে ভক্তদের অটোগ্রাফসহ বিভিন্ন পাঠক ও তাঁর শুভাকাঙ্খিদের সময় দেবেন।

২৭ ফেব্রুয়ারি সকালে পাবনা শহরের রাধানগরে কালের কণ্ঠ শুভসংঘ লাইব্রেরি উদ্বোদন করবেন, বিকাল পাঁচটায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা শুভসংঘের আমন্ত্রণে ভাঙ্গুড়া বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । ২৭ ফেব্রেুয়ারি রাতে পাবনা বই মেলায় কালের কন্ঠ শুভসংঘের স্টলে উপস্থিত থেকে ভক্তদের সাথে সময় কাটানোর কথা রয়েছ।

একুশে বই মেলা উদযাপন পরিষদ পাবনার সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর হ্নদয় জানান আগামী ২৬ ফেব্রুয়ারি গুণিজনের আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা কাজ করছে, কারন তাঁর মতো একজন দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিকের সান্নিধ্য পাওয়া, অটোগ্রাফসহ তাঁর হাত থেকে বই গ্রহণ করা, আমাদের মতো নতুন কবি সাহিত্যিকদের আরো ভালো লেখার অনপ্রেরণা জোগাবে।