গুমানি নদী থেকে যেভাবে উদ্ধার হলো তরুণের মরদেহ

গুমানি নদী থেকে যেভাবে উদ্ধার হলো তরুণের মরদেহ

নিজস্ব প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৈডাঙ্গা এলাকার গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম নয়ন হোসেন (১৯)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার লাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

বুধবার রাতের কোন এক সময় ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৈডাঙ্গা রেলব্রিজের নিচে গুমানি নদীতে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি কোন হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।