স্বাস্থ্য সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ পেলেন কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর কুমার সাহা

স্বাস্থ্য সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ পেলেন কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর কুমার সাহা

পাবনা প্রতিনিধি : স্বাস্থ্য সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ পেয়েছেন কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর কুমার সাহা।

২০২২ সালের অক্টেবর থেকে ডিসেম্বর “সকলের জন্য স্বাস্থ্য সেবা: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ ফোকাস দিয়ে ৪টি প্রতিবেদন প্রকাশ  করার পর স্বাস্থ্য সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেছেন ।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি ‘র উদ্যোগে এশিয়া ফাউন্ডেশনের  সহায়তায় স্বাস্থ্য সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ দেওয়া হয়েছে ।