আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে- নূরুজ্জামান বিশ্বাস এমপি
নিজস্ব প্রতিনিধি : বিএনপি সব সময় ভোট দেখে ভয় করে ? তারা সবসময় পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপির সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কারণ আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই হবে। নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে বলে মন্তব্য করেছেন, পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শান্তি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি বলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকার পতনের মাধ্যমে সংসদ ভেঙ্গে তত্ত্বাবধায়ক সরকার গঠনের স্বপ্ন দেখেন। ফখরুল সাহেবকে বলতে চাই, আপনার স্মরণ করা উচিত ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছিল। সে সময় বঙ্গবন্ধু কারো কাছে মাথা নত করেনি। আজ বাংলাদেশ স্বাধীন, স্বাধীনতার বাহান্ন বছর পর শেখের মেয়ে দেশ পরিচালনা করছে, সেও কারো কাছে মাথা নত করবে না। বিএনপির মতো ক্ষমতায় আসার লোভে শেখ হাসিনা স্বাধীন দেশের এক ইঞ্চি মাটিও বিক্রি করবে না।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসা ষড়যন্ত্র চলছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই সাথে এসব স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি বলেন, অনেকে প্রার্থী হবেন, দোষের কিছু নেই। শেখ হাসিনা তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করবো। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো।
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, মহিলা আঃলীগ নেত্রী পারভীন আক্তার সহ অন্যান্যরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মালিথা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ,আটঘরিয়া একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান আলাল সরদার, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক শরিফুলল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা।