পাবনায় জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে পাবনা জেলা পরিষদের আয়োজনে পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের হামচিয়াপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, সংরক্ষিত মহিলা আসনে সদস্য আইরিন কিবরিয়া কেকা, মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল হক পলাশ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মালঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন বাবু, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।