৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনায় বাজুসের বর্নাঢ্য শোভাযাত্রা

৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনায় বাজুসের বর্নাঢ্য শোভাযাত্রা

পাবনা প্রতিনিধি : পাবনায় বাংলাদেশ জুয়েলার্স আ্যসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুস পাবনা জেলা শাখা দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

আজ সোমবার (১৭ জুলাই) সকালে বর্নাঢ্য শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা সহ নানা আয়োজনে বাজুস পাবনা জেলা শাখা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিক পালন করে।

আজ সকালে শহরের সোনাপট্টীতে বাজুস পাবনা জেলা শাখার নিজস্ব কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। পরে সংগঠনের জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাজুস পাবনা জেলা কমিটির সভাপতি  কুতুব উদ্দীন শেখ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাজুস পাবনার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈদ, সহ সভাপতি আকুল প্রামানিক, ইয়াসিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, কেষাধ্যক্ষ তরিকুল ইসলাম, উপদেষ্টা সত্যনারায়ন শেঠ, শেখ রতন, নজরুল ইসলাম কবীর প্রমুখ।

আলোচনা সভা শেষে বাজুস পাবনা জেলা কার্যালয়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।