রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২৩-২৪ রোটাবর্ষের সভাপতি মো: কবির হোসেন প্রিয়, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা

রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২৩-২৪ রোটাবর্ষের সভাপতি মো: কবির হোসেন প্রিয়, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা

নিজস্ব প্রতিনিধি : রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশ এর অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২৩-২৪ রোটাবর্ষের সভাপতি মোঃ কবির হোসেন প্রিয়, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা।

ক্লাবের পি এস সি সি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান আলমগীর হোসেন। বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান মো: হাবিবুর রহমান উজ্জ্বল ২.মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান মো: মুক্তার হোসেন রহিম ৩.পাবলিক ইমেজ কমিটির চেয়ারম্যান মো:মানিক ইসলাম ৪.সেবা প্রকল্প কমিটির চেয়ারম্যান মো: মিজানুর রহমান। এছাড়া বোর্ড মেম্বার ও ক্লাবের সদস্য হিসেবে যারা থাকছেন সহ-সভাপতি মোঃ শাহীন রেজা, যুগ্ম সচিব মোঃ তৌসিফ ইসলাম,কোষাধ্যক্ষ মো: হাবিবুর রহমান উজ্জ্বল, যুগ্ম কোষাধ্যক্ষ শামীমা খাতুন, ক্লাব এডিটর মো:মিরাজুল ইসলাম সুরিদ,ক্লাব সার্ভিস ডিরেক্টর মোঃ অন্তর হোসেন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মোঃ কাওসার সরদার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো: শোয়েব আহমেদ,প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মো: মনিরুল ইসলাম,ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর মো: মারুফ সরদার, চিপ সার্জেন্ট মো: আল মুত্তাকিন আরাবী ওহি,সার্জেন্ট মোঃ শরিফুল ইসলাম, সদস্য মো:  আব্দুর সবুর,মো:আজিজুল ইসলাম,মোঃ সাদ আহাম্মেদ, মো: মেহেদী আল নোমান,মো:সারিদ জামান ওয়ালিদ,মোঃ শ্রাবণ সহ আরো অনেকেই।

রোটারি হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা।যার পার্টনার ক্লাব হিসেবে কাজ করে রোটারেক্ট ক্লাব।তরুণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নে কাজ করা।

বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সেবামূলক অরগানাইজেশন। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও রোটারি অর্গানাইজেশন রয়েছে। রোটারি অর্গানাইজেশনের মূল কাজ হলো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের একত্রিত করে রোটারি সংগঠনের আওতায় এনে তাদের সাথে সুন্দর এবং একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সংগঠনের সকলকে নিয়ে সমাজের বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করা। দেশের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি বাইরের দেশের রোটারি ক্লাবে সদস্যদের সাথে ফেলোশিপ তৈরি করে বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।