বন্ধুত্বের বন্ধন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: সামাজিক উন্নয়নমূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে পাবনায় গঠন হয়েছে ‘বন্ধুত্বের বন্ধন’ নামে একটি সংগঠন।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শালগাড়িয়া বিজিসি কমপ্লেক্স (গোস্বামী মার্কেট) ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ডাঃ মোঃ হারুন অর রশিদ কে সভাপতি ও সঞ্জয় রায়কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিকী কমিটি ঘোষণা করা হয়।
‘বন্ধুত্বের বন্ধন’ এই কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গৌতম কুমার ঘোষ, মো: সাখাওয়াত হোসেন তুষার বিশ্বাস, মো: আবু দায়েন বিপু, মো: নবী নেওয়াজ খান তুষার, মো: আবুল কালাম আজাদ হিরন; যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামসুর রহমান আলম, শুকদেব কর্মকার, মো: হামিদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম নিপ্পন, মো: আরিফুল ইসলাম, মো: খায়রুল ইসলাম খোকন; প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরোজ খন্দকার (বাপ্পি);
দপ্তর সম্পাদক এ. কে আজাদ; কোষাধক্ষ্য মো: মাহবুবুল আলম কিরন; শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ মোকলেসুর রহমান; সাহিত্য ও সংষ্কৃতি সম্পাদক মো: বেলাল হোসেন (কবি); আইন বিষয়ক সম্পাদক মো: ফজলুল করিম বাচ্চু; বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হুসাইন বুলবুল; ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মো: মাসুদ রানা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: লিয়াকত আলী শাহীন; ধর্ম বিষয়ক সম্পাদক মো: আশরাফুল বারী তুহিন; বন ও পরিবেশ সম্পাদক মো: নজরুল ইসলাম;
ক্রীড়া সম্পাদক মো: আশিকুর রহমান রাসেল; সমাজ কল্যাণ সম্পাদক মো: খালেদ হোসেন; কার্যকরী সদস্য মো: বাকী বিল্লাহ্, মো: শরিফ উদ্দিন রতন, মো: আহসান হাবীব, মো: মাহবুব আলম ফারুক, মো: হাসিব এহসান মানিক, মোঃ মানিকুজ্জামান মানিক, মো: আসাদুজ্জামান রুবেল, বিশ্বজিৎ সাহা (বিভাস), শান্ত কুন্ডু, মো: আলতাফ হোসেন, মো: মোন্তাকীম বিল্লাহ্, মোহাম্মদ আলী, মো: মারুফ মাহমুদ (বাবু), মির্জা মো: নাসিদ রানা, আশিস দাস।