পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন ২০২৩ উদযাপিত

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন ২০২৩ উদযাপিত

নিজস্ব প্রতিনিধি : পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন ২০২৩ উদযাপিত হয়েছে।

শনিবার (১৭ জুন ) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত এসেট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত হয়।

এসেট প্রকল্পে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে মোট ১৫ টি ইনোভেশন প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো : আতিকুর রহমান এই ইনোভেশন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, পাবনা কুঠিপাড়া ডায়মন্ড স্টিলের প্রোপাইটার মো : আবু তালেব, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ইলেট্রনিক্স মো : আব্দুল বারী, চিফ ইন্সট্রাক্টর আরএসি বশির আহমেদ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান মো : মনিরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (নন টেক) একাউন্টিং মো : জয়নুল আবেদীন।

দুপুরে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে ইনোভেশন প্রকল্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ইনোভেশন প্রকল্পে প্রথম স্থান অধিকার করে হিউমোনয়িড রোবট , দ্বিতীয় স্থান অধিকার করে স্মার্ট ডাস্টবিন টেসলা কয়েল, মোশন সেলর, লাইফাই ও তৃতীয় স্থান অধিকার করে মাল্টপারপাস রেফ্রিজারেশন সিস্টেম।