অবশেষে স্থগিত হলো পাবিপ্রবি’র প্রতিনিধি দলের লিফট ক্রয় করতে তুরস্কে যাওয়া

অবশেষে স্থগিত হলো পাবিপ্রবি’র প্রতিনিধি দলের লিফট ক্রয় করতে তুরস্কে যাওয়া

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের লিফট ক্রয়ের জন্য পাবিপ্রবি’র ৬ কর্মকর্তার প্রতিনিধি দলের তুরস্ক যাওয়া স্থগিত করা হয়েছে ।

আজ শুক্রবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন পাবিপ্রবি’র প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) জি এম আজিজুর রহমান । তিনি জানিয়েছেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাকে তুরস্ক যাওয়ার বিষয়টি স্থগিতের কথা জানিয়েছেন। এর বেশিকিছু বলতে পারব না।

এ বিষয়ে জানতে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন কল গ্রহণ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয় নাই।
উল্ল্খ্যে গত ৯ মে তুরস্ক সফরের কথা থাকলেও পরবর্তীতে সময়সূচী পিছিয়ে পূনরায় আগামী ৭ জুন লিফট ক্রয়ের জন্য তুরস্ক যাওয়ার কথা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রতিনিধি দলের এবং ফেরার কথা ছিল ১৪ জুন।

এই সফরের প্রতিনিধি দলে ছিলেন পাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানকে। উপ দলনেতা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিনকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ইইই) মো. রিপন আলী, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী জহির মোহা. জিয়াউল আবেদীন। সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) জি এম আজিজুর রহমান।

একাডেমিক ভবন, ছাত্র ছাত্রীদের আবাসিক হলসহ মোট পাঁচটি আধুনিক ভবনের নির্মান কাজ চলছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নির্মানাধীন ভবনগুলোর জন্য কেনা হবে প্রায় ২৫টি লিফট। আর সেই লিফট কেনাকাটা ও তদারকির নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে তুরস্ক সফরে যাচ্ছেন এমন খবরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে সমালোচনার ঝড় উঠে।

এ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে পাবনাসহ সারাদেশে জুড়ে চলছে সমালোচনা শুরু হয়। এই সফর বাতিলের দাবি জানায় পাবনার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।