পাবনায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালন

পাবনায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের শিক্ষক শিক্ষার্থীরা।

এ সময় নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন স্মরণে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরে, কলেজ অধ্যক্ষ মোছাম্মৎ মাহবুবা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর ও প্রেসক্লাব সভাপতি এ.বি.এম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ।আলোচনা সভায় নার্সিং পেশাকে মহৎ পেশা উল্লেখ করে নার্সেস দিবস ও এ সেবা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।